আমুদরিয়া নিউজ : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের দেশের জন্য খারাপ মনে করেন জাপানি, অস্ট্রেলিয়ান ও ভারতীয়দের একটি বড় অংশ। অস্ট্রেলিয়ান ও ভারতীয়রা মনে করেন এশিয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের সরকার যতটা না উপকারী তার চেয়েও বেশি ক্ষতিকারক। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুসারে, গত অগস্টে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের বাসিন্দাদের একাংশের মধ্যে সমীক্ষা হয়। বৃহস্পতিবার সমীক্ষার ফলে জানা গিয়েছে ওই তথ্য। এই চারটি দেশই সামরিক জোট কোয়াডের সদস্য। প্রত্যেক দেশের ১ হাজার জন নাগরিককে প্রস্ন করা হয়েছিল। সিডনি বিশ্ববিদ্যালয়ের ইউনাইটেড স্টেটস সেন্টার ওই সমীক্ষা করেছে। সমীক্ষার ফল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁদের প্রস্ন করা হয়েছিল তাঁদের মধ্যে ৫৬ শতাংশ অস্ট্রেলিয়ান, ৫৪ শতাংশ ভারতীয় এবং ৫৯ শতাংশ জাপানি বলেছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়াটা তাঁদের দেশের জন্য খারাপ।