আমুদরিয়া নিউজ : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ক্রমশ বিক্ষোভ দানা বাঁধছে। এই অবস্থায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২ মাসের ১৪৪ ধারা জারি হয়েছে। রাওয়ালপিন্ডিতেও একই নির্দেশ দেওয়া হয়েছে। মূলত, সভা, সমাবেশ, মিছিল যাতে না করতে পারেন ইমরানের দলের নেতা-কর্মীরা, সে জন্য ১৪৪ ধারা জারি হয়েছে বলে মনে করছেন অনেকেই।