আমুদরিয়া নিউজ : ২০২৭ সালের ওযান ডে বিশ্বকাপে রোহিত শর্মা, বিরাট কোহলিকে নিযে ভাবা হচ্ছে কি না সেটাই এখন প্রশ্ন? সেই প্রশ্ন ওঠে রবিবার ওয়ান ডে ম্যাচে দক্রিণ আফ্রিকাকে হারানোর পরে। সে সমযে ভারতীয় ব্যাটিং কোচ পাল্টা প্রশ্ন করেন, বিরাট কীরকম ব্যটিং করল দেখেছেন? ৫২তম ওয়ানডে সেঞ্চুরি করল ছেলেটা। অসাধারণ ব্যাটিং করল। তারল পরেও এ সব প্রশ্নের মানে কি! রোহিতের খেলার প্রশংসাও করেন তিনি।