আমুদরিয়া নিউজ : চলতি বছরের গোড়ায় এপ্রিল মাসে বিয়ে করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলেরই মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারকে তিনি বিয়ে করেছেন। তা নিয়ে সোশাল মিডিয়া তোলপাড় হয়। এর পরে নানা ওঠানামা পেরিয়েছেন দুজনে। রিঙ্কুর আগের পক্ষের একমাত্র ছেলের মৃত্যু হয়েছে। সব কিছু সামলে জীবনকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়ায় দুজনেই বিশ্বাসী। সম্প্রতি দুজনে আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জে ঘুরতে গিয়েছিলেন। সেখানে সমুদ্র সৈকত, সেলুলার জেলের সামনে অথবা নানা এলাকায় ঘোরার ছবি এখন সোশাল মিডিয়ায় ঘুরছে। সকলেই এটিকে হনিমুন বলে মনে করছেন।