আমুদরিয়া নিউজ : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। রবিবার রাঁচিতে তিনি শতরান করেন। এই নিয়ে রাঁচিতে তাঁর তিনটি শতরান হয়ে গেল। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। তার পরে দলের মনোবল নিয়ে অনেক সমালোচনা হয়। কিন্তু, এদিন রোহিত শর্মা ও বিরাট কোহলি দলের ফেরার পরে ছবিটা যে বদলাতে পারে সেটাই স্পষ্ট হয়েছে।