আমুদরিয়া নিউজ : ৬২ বছরে বিয়ের পিঁড়িতে বসলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেস। দীর্ঘদিনের সঙ্গিনী জোডি হেডনকে বিয়ে করেছেন তিনি। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এ আয়োজিত হয়েছিল বিয়ের ছোট ও সংক্ষিপ্ত অনুষ্ঠান। আলবানেস হলেন প্রথম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী, যিনি পদে থাকাকালীন বিয়ে করলেন। যদিও এর আগে তিনি একবার বিয়ে করেছিলেন; ২০১৯ সালে নিউ সাউথ ওয়েলসের প্রাক্তন ডেপুটি প্রধানমন্ত্রী কারমেল টিবাটের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল কয়েকজন ঘনিষ্ঠ অতিথি ও আত্মীয়, কোনও জাঁকজমক ছিল না। আগামী সপ্তাহে নবদম্পতি হানিমুনের জন্য রওনা দেবেন, যা হবে নিজের দেশেই।