আমুদরিয়া নিউজ : কলকাতায় অনুষ্ঠিত অ্যাসমিতা ওয়েটলিফটিং লিগে অনন্য নজির গড়লেন মা ও মেয়ে—রাখি হালদার এবং রাজ্যশ্রী হালদার। একই দিনে দু’জনই নিজেদের বিভাগে সোনা জিতে সকলকে চমকে দিলেন। রাখি ৬৯ কেজি বিভাগে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথম স্থান দখল করেন। রাজ্যশ্রী ৫৮ কেজি বিভাগে অসাধারণ লিফট করে সোনা জিতে নেন। প্রতিযোগিতায় রাজ্যশ্রী মোট ১৯৩ কেজি ওজন তুলতে সক্ষম হন। স্ন্যাচে ৮৫ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৮ কেজি তুলে তিনি সবার নজর কাড়েন। রাখিও অভিজ্ঞতায় ভর করে নিজের বিভাগে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের হারাতে সক্ষম হন। মা-মেয়ের এই সাফল্য ওয়েটলিফটিং মহলে প্রশংসিত হয়েছে।