আমুদরিয়া নিউজ : সূর্যরশ্মি থেকে সৃষ্ট তীব্র বিকিরণ এ ৩২০ এয়ারবাসের নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করে দিতে পারে বলে ধরা পড়েছে। তার পরে বিশেষজ্ঞরা এয়ারলাইনসগুলোকে বিমানের সফটওয়্যার পাল্টাতে নির্দেশ দিয়েছে। করতে নির্দেশনা দেওয়া হয়।
কেন এমন নির্দেশ!
৩০ অক্টোবর কানকুন থেকে নিউ জার্সির নিউ ইয়র্কগামী একটি জেট blue ৩২০ বিমানে হঠাৎ নিচে নেমে যা। কয়েকজন যাত্রী আহত হন। বিমানটি জরুরি ভিত্তিতে ফ্লোরিডার নামে। বিশেষজ্ঞরা কারণ খতিয়ে দেখতে গিয়ে সৌর বিকিরণের বিষয়টি চিহ্নিত করেন। এ ৩২০ অপারেটর আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, তাদের ৪৮০টি এ ৩২০ বিমানের মধ্যে প্রায় ৩৪০টিতে সফটওয়্যার পরিবর্তনের প্রয়োজন হবে। তারা আশা করছে, আজ ও আগামীকালের মধ্যে সেটা হবে।