আমুদরিয়া নিউজ : মানবাধিকার নিয়ে কাজ করা হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাকে নিষিদ্ধ করল রাশিয়া। শুক্রবার রাশিয়া অবাঞ্ছিত সংগঠনের তালিকায় ওই মানবাধিকার সংস্থাকে উল্লেখ করেছে। নিউইয়র্ক ভিত্তিক সংস্থাটির আর রাশিয়ার কাজ করার উপায় রইল না। অবশ্য় ২০২২ সালে রাশিয়ায় ওই সংস্থার অফিস বন্ধ করে দিতে হয়েছে। ওই সংস্থাটি রাশিয়ার ইউক্রেনে হামলার সমালোচনা করে মানবাধিকার লঙ্ঘনের অভিোগ করেছিল। রাশিয়ায় ‘অবাঞ্ছিত’ হিসেবে চিহ্নিত অন্যান্য সংগঠনের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, গ্রিনপিস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং এলটন জন এইডস ফাউন্ডেশন।