আমুদরিয়া নিউজ : ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি দলের ১০ সদস্য । নির্বাচন কমিশনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তারা। তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজে ব্যাপক ভুল এবং অনিয়ম হচ্ছে। অনেক বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ছে, আবার বিভিন্ন এলাকায় ভুল তথ্য যুক্ত হচ্ছে। এতে নির্বাচনের স্বচ্ছতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে । তৃণমূল আরও জানিয়েছে, পুরো বৈঠকটি যেন স্বচ্ছতার স্বার্থে লাইভ সম্প্রচার করা হয়। নির্বাচন কমিশন তাদের অভিযোগ শুনে জানিয়েছে, ২৮ নভেম্বর সকাল ১১টায় আবার বিস্তারিত আলোচনার জন্য ডাকা হবে।