আমুদরিয়া নিউজ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিশ্বের ১৯টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার প্রধান জোসেফ এডলো জানান, উদ্বেগজনক দেশগুলো থেকে আসা প্রতিটি বিদেশির নথি কঠোরভাবে পুনঃপর্যালোচনা করা হবে। কোন দেশগুলো এই তালিকায় রয়েছে, সে বিষয়ে সরাসরি কিছু না জানালেও প্রশাসনের পূর্বঘোষিত তালিকার দিকেই ইঙ্গিত করা হয়েছে। সেই তালিকায় ১২টি দেশের নাগরিকদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞার কথা বলা হয়েছিল—আফগানিস্তান, মিয়ানমার, শাড, কঙ্গো, ইকোয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, নিরাপত্তা ও জননিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফলে, এসব দেশের অভিবাসীদের ওপর আরও কঠোর নজরদারি চালানো হবে।