আমুদরিয়া নিউজ : এবার চুপিচুপি বিয়ে করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। আমেরিকার লাস ভেগাসে একান্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি বিয়ে করলেন প্রযুক্তি–পেশাজীবী সুজিত বসুকে। ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও পরিবারের সদস্য ছাড়া অনুষ্ঠানে আর কেউ উপস্থিত ছিলেন না। কোনও প্রচার বা বাড়তি আয়োজন না করে, একেবারেই ব্যক্তিগতভাবে জীবনসঙ্গীকে বেছে নিলেন তনুশ্রী। বিয়ের দিনে তনুশ্রী পরেছিলেন সাদা-সোনালি লেহেঙ্গা, হাতে শাঁখা-পলা আর কপালে সিঁদুর। সুজিত ছিলেন সাদামাটা কালো টাক্সিডোতে। জানা গেছে, দু’জনের পরিচয় হয়েছিল কয়েক মাস আগে। খুব অল্প সময়ের মধ্যেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং হঠাৎ করেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। লাস ভেগাসে বিয়ে হলেও, দেশে ফিরে তনুশ্রী ও সুজিত একটি ছোট অনুষ্ঠান করার পরিকল্পনা করছেন। বিয়ের খবরে আনন্দিত ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। নতুন দম্পতির প্রতি সকলেরই শুভকামনা—সুখে থাকুন তনুশ্রী ও সুজিত।