আমুদরিয়া নিউজ : বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে সরকারি বাংলো খালি করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বহু বছর ধরে তিনি পাটনার ১০, সার্কুলার রোডের সরকারি বাড়িতে থাকছেন। সরকার চায়, তিনি নতুন ঠিকানা ৩৯, হার্ডিং রোডে চলে যান। তবে রাবড়ি দেবীর দল আরজেডি স্পষ্ট জানিয়ে দিয়েছে—এই বাড়ি তারা ছাড়বেন না। আরজেডির অভিযোগ, এই নোটিশ রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে। তাদের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ায় রাবড়ি দেবীর এই বাড়ির অধিকার রয়েছে এবং এত বছর পর হঠাৎ বাড়ি ছাড়ার নির্দেশ সন্দেহজনক। দলটির বক্তব্য, আগে কেন কোনও নোটিশ দেওয়া হয়নি? এখন কেন তাড়াহুড়ো? অন্যদিকে বিহার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম মেনে নতুনভাবে বাড়ি বরাদ্দ করা হয়েছে। তাই আগের বাড়ি খালি করতেই হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন টানাপোড়েন তৈরি হয়েছে।