আমুদরিয়া নিউজ : কলকাতা হাই কোর্ট SSC-কে তীব্র ভাবে নির্দেশ দিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ার সমস্ত OMR শিট প্রকাশ করতে হবে। বিচারপতি অমৃতা সিন্হা জানান, শুধু নাম বা রোল নম্বর দেখালেই হবে না—প্রার্থীর বিস্তারিত তথ্য, যেমন পিতার নাম, ঠিকানা, বিষয়সহ সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। আদালতের মতে, এভাবে প্রকাশ না করলে প্রার্থীদের পরিচয় যাচাই করা সম্ভব নয় এবং নিয়োগে স্বচ্ছতা বজায় থাকে না। আদালত আরও স্পষ্ট করে দিয়েছে, আগের মতো অসম্পূর্ণ তালিকা দিলেই হবে না। প্রতিটি OMR শিট ও সংশ্লিষ্ট নথি সবার দেখার জন্য উন্মুক্ত রাখতে হবে, যাতে কোনও প্রার্থী নিজেকে বঞ্চিত মনে না করেন। SSC-কে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের ফলে আশা করা হচ্ছে, চলতি নিয়োগ প্রক্রিয়ায় কোনও গরমিল বা অভিযোগের সুযোগ থাকবে না এবং স্বচ্ছভাবেই যোগ্য প্রার্থীরা চাকরি পাওয়ার সুযোগ পাবেন।