আমুদরিয়া নিউজ : সারা দুনিয়া জনসংখ্যার নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থান দখল করেছে ঢাকা। রাষ্ট্রসঙ্ঘের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীর আগে এক নম্বর জায়গায় রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এটাও মনে করা হচ্ছে, যে হারে জনসংখ্যা বাড়ছে, তাতে ২০৫০ সালের কাছাকাছি ঢাকা টেক্কা দিতে পারে জাকার্তাকেও। অর্থাৎ বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হতে পারে ঢাকা। এখন তিনে রয়েছে টোকিও। যে কি না আগে দুইয়ে ছিল। রাষ্ট্সঙ্ঘের সমীক্ষা অনুসারে, এখন জাকার্তায় থাকেন ৪ কোটি ১৯ লক্ষ মানুষ। ঢাকায় বসবাস করেন ৩ কোটি ৬৬ লক্ষ মানুষ। টোকিওতে ৩ কোটি ৩৪ লক্ষ মানুষ। প্রথম দশে নেই ভারতের কোনও শহর। তবে ভারতের নয়াদিল্লিতে ৩ কোটি ২ লক্ষ জন থাকেন এবং কলকাতায় ২ কোটি ২৫ লক্ষ জন বসবাস করেন। আগামী দিনে এই দুই শহরও পাল্লা দিতে পারে।