আমুদরিয়া নিউজ : ২০২৫ সালের সংবিধান দিবসে, ভারতের সংবিধান প্রথমবার অফিসিয়ালি কাশ্মীরি ভাষায় প্রকাশ পেল। পাশাপাশি মোট নয়টি ভারতের আঞ্চলিক ভাষায় — যেমন মালয়ালম, মারাঠি, নেপালি, পাঞ্জাবি, বডো, তেলেগু, ওড়িয়া, আসামিয়া — ডিজিটাল সংস্করণ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি সচেতন করে বলেন, সংবিধান আমাদের গণতান্ত্রিক ও ন্যায়বিচারমূলক মূল্যবোধকে মজবুত করে। এই পদক্ষেপ ঐক্য ও অন্তর্ভুক্তির দিকে এক বিশেষ সংকল্প। কাশ্মীরি ভাষায় সংবিধান উপলব্ধি করার ফলে সংবিধানকে আরও মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হবে।