আমুদরিয়া নিউজ : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী তথা প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার সাম্প্রতিক একটি ছবি ঘিরে সোশাল মিডিয়া তোলপাড়। সেই ছবিতে দেখা যাচ্ছে তিনি আগের চেয়ে অনেক বেশি স্লিম সোশাল মিডিয়ায় কেউ প্রশংসা করেছেন. কেউ সমালোচনা করে বলেছেন, এ হল ওজন কমানোর ওষুধের ফল। বিখ্যাত ফটোগ্রাফার অ্যানি লেইবোভিৎজের তোলা ছবির প্রসঙ্গে ৬১ বছর বয়সি মিশেল ওবামা ক্যাপশনে লিখেছেন, ফটোগ্রাফার অ্যানি সবসময়ই জানেন, একটি ছবি কেবল একটি মুহূর্ত ধরে রাখা নয়, তার চেয়েও বেশি কিছু দিয়ে থাকে। যা হতে পারে অনুপ্রেরণামূলক।