আমুদরিয়া নিউজ : এক লহমায় বদলে গেল ভারতীয় মহিলা ক্রিকেটের তারকা স্মৃতি মন্ধানার বিয়ের সিদ্ধান্ত। সুরকার স্মৃতির হবু বর পলাশ মুচ্ছলকে শারীরিক অসুস্থতার কারণে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েক মাস ধরে একের পর এক কনসার্ট, শো এবং বিয়ের প্রস্তুতির চাপ সামলাতে গিয়ে তাঁর শরীর আর সেই মতো সাড়া দিচ্ছিল না। পরিবারের সদস্যরা জানান, আচমকা দুর্বিষহ ক্লান্তি ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিতেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, অতিরিক্ত মানসিক চাপই তাঁর অসুস্থতার প্রধান কারণ। এখন তিনি ধীরে ধীরে সেরে উঠছেন এবং পর্যাপ্ত বিশ্রামে রাখা হয়েছে। অন্যদিকে স্মৃতি মন্ধানার বাবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁদের বিয়ের পরিকল্পনাও আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। দুই পরিবারই জানিয়েছেন, এই সময়ে তারা শান্ত পরিবেশে পরিস্থিতি সামাল দিতে চান এবং সকলের কাছে শুভকামনার আবেদন রেখেছেন।