আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা উত্তরবঙ্গের শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির জন্য জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে। শিলিগুড়ির ম্যাটিগড়ার কাছে লক্ষ্মী টাউনশিপ এলাকায় মোট ২৫ একরের বেশি জমি রয়েছে। এর মধ্যে প্রায় ১৭ একর জমি ভূমি দফতর থেকে পর্যটন দফতরের হাতে তুলে দেওয়া হবে। বাকি জমিটাও ধাপে ধাপে হস্তান্তর করা হবে। সরকারের পরিকল্পনা, এই জায়গায় শুধু মন্দির নয়, একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র গড়ে তোলা। মন্দিরের পাশাপাশি কনভেনশন সেন্টার, বিশ্রামাগার, দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুবিধা এবং উন্নত অবকাঠামো তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা বাস্তবে রূপ দিতেই এই সিদ্ধান্ত। সরকারের আশা, প্রকল্পটি শেষ হলে স্থানীয় অর্থনীতি ও পর্যটন বড়সড়ভাবে উপকৃত হবে।