আমুদরিয়া নিউজ : প্রায় ১২ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি জেগে ওঠে কয়েক ঘণ্টা ধরে লাভাস্রোত আকাশ ছেয়ে ফেলল। বিমান চলাচলে বিঘ্ন ঘটল। রবিবার সকাল থেকে ইথিওপিয়ার আপার অঞ্চলের ঘটনা। আকাশে প্রায় ১৪ কিলোমিটার উচ্চতা অবধি ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এই আগ্নেয়গিরির নাম হেলি গুব্বি আগ্নেয়গিরি। তাই ওই এলাকার আকাশসীমায় কয়েকশো কিলোমিটারের মধ্যে দিয়ে বিমান চলাচলে বিপদের আশঙ্কা রয়েছে। এই আগ্নেয়গিরির ছাইয়ের যে মেঘ তৈরি হয়েছে তা ইয়েমেন, ওমান, ভারত এবং উত্তর পাকিস্তানের ওপর দিয়ে ভেসে গিয়েছে। সোশাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওয় সাদা ধোঁয়ার ঘন স্তম্ভ উঠতে দেখা গিয়েছে। গবেষকদের মতে, ১২ হাজার বছর আগে শেষ অগ্নুৎপাত হয়েছিল ওই আগ্নেয়গিরিতে।