আমুদরিয়া নিউজ: ১০০ দিনের বকেয়া টাকা পাওয়ার দাবিতে আবারও আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার ভার্চুয়াল বৈঠকে জানিয়েছেন, খুব শীঘ্রই দিল্লিতে রাজ্যের দাবির জন্য বড় বিক্ষোভ হবে। পার্লামেন্টের চলতি অধিবেশনের সময় এই কর্মসূচি নেওয়া হবে। অভিষেক অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও বরাদ্দ ছাড়েনি কেন্দ্র । তিনি বলেন, “বিজেপি শাসিত সরকার বাংলার মানুষের সঙ্গে বৈষম্য করছে। বিশেষ করে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখে গরিব শ্রমিকদের জীবন কঠিন করে দিয়েছে।”