আমুদরিয়া নিউজ : রাশিয়ার হাত থেকে ইউক্রেনের জমি দখল রুখতে আমেরিকা সবরকম চেষ্টা করলেও তারা কৃতজ্ঞতা প্রকাশ করছে না বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার ডোনাল্ড ট্রাম্প নিজের সোশাল মিডিয়ায় লিখেছেন, আমেরিকা সবরকম চেষ্টা চালালালেও উল্টোদিকে ইউক্রেনের কৃতজ্ঞতা নেই। তিনি তো সরাসরি ইউক্রেনকে অকৃতজ্ঞ বলতে ছাড়েননি। যদিও ইউক্রেন দাবি করেছে, শান্তি প্রস্তাব নিয়ে আলোচনায় তারা সাড়া দিয়েছে বলেই কথাবার্তা চলছে। সম্প্রতি যুদ্ধ থামাতে ২৮ দফা শান্তি প্রস্তাব দিয়েছেন ট্রাম্প।