আমুদরিয়া নিউজ : নাইজেরিয়ায় সশস্ত্র বাহিনী ৩০০ জনের বেশি ছাত্রছাত্রীকে অপহরণ করেছিল গত সপ্তাহে। রবিবার তাদের মধ্যে ৫০ জন নিজেরাই জঙ্গিদের ডেরা থেকে পালিয়ে নিজেরে বাড়িতে পৌঁছেছে বলে একটি মিশনারি সংস্থা দাবি করেছে। ওই সংস্থা বাকিদের নিরাপদে ফেরার জন্য নানা মহলে আর্জি জানিয়েছে। ইতিমধ্যে পোপ লিও মিশনারি স্কুল থেকে অপহরণ করে নিয়ে যাওয়া সব ছাত্রছাত্রীদের মুক্তি দিতে অনুরোধ করেছেন অপহরণকারীদের কাছে। গত সপ্তাহে দু দফায় অন্তত ৩৫০ জন ছাত্রছাত্রীকে মিশনারি বোর্ডিং স্কুলে থেকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।