আমুদরিয়া নিউজ : ইজরাযেলের জেলে বন্দি ইরানি সংবাদ সংস্থার প্রতিনিধি ফারাহ আবু আইয়াসকে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তিনি প্রায 4 মাস ধরে জেলে রয়েছেন। সাংবাদিক ফারাহ আবু আইয়াশ হেব্রোন শহরে তাসনিম নিউজ এজেন্সির প্রতিনিধি। গত ৬ আগস্ট তাঁকে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিশ্বের একাধিক সাংবাদিক সংগঠন ওই ঘটনার নিন্দা করে তাঁর মুক্তির আর্জি জানিয়েছে ইজরায়েলের কাছে।