আমুদরিয়া নিউজ : পুরুলিয়ার গোবরন্দা গ্রামে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়াই ঘটিয়ে দিল এক অবিশ্বাস্য ঘটনা। এই প্রশাসনিক কাজের মধ্যেই মিলল ৩৭ বছর আগে নিখোঁজ হওয়া বিবেক চক্রবর্তীর সন্ধান। ১৯৮৮ সালে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার পর বিবেকের আর কোনও খোঁজ পাননি পরিবার। দীর্ঘ খোঁজাখুঁজির পর সবাই ধরে নিয়েছিল—তিনি আর ফিরবেন না। বিবেকের ছোট ভাই প্রদীপ চক্রবর্তী, যিনি স্থানীয় BLO, SIR-এর সময় বাড়ি বাড়ি দেওয়া ফর্মে নিজের ফোন নম্বর দিয়েছিলেন। সেই নম্বরেই একদিন ফোন করেন কলকাতার এক যুবক, কাগজপত্র যাচাইয়ের জন্য। কথোপকথনের মাঝে উঠে আসা কিছু তথ্য প্রদীপকে চমকে দেয়। বুঝতে পারেন—ফোন করা যুবক আসলে তাঁর দাদা বিবেকের ছেলে। এরপরই ৩৭ বছর পর দুই ভাইয়ের সরাসরি কথা হয় ফোনে। বিবেক আবেগভরে জানান, “৩৭ বছর পর পরিবারের সঙ্গে কথা বলছি—এ অনুভূতি ভাষায় বোঝানো যায় না। SIR না থাকলে হয়তো এটি সম্ভব হত না।” এখন গোটা চক্রবর্তী পরিবার অপেক্ষায় আছে বিবেকের ঘরে ফেরার। বহু বছরের শূন্যতা ভরাট হয়েছে আনন্দে।