আমুদরিয়া নিউজ: ভারত ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ আরও বাড়াতে আগ্রহী দুই দেশ, কিন্ত স্থলপথে বাণিজ্যের প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে পাকিস্তান। তাই পাকিস্তানকে পুরোপুরি এড়িয়ে আকাশপথ ও জলপথে বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে দুই দেশ। বর্তমানে পাঁচ দিনের ভারত সফরে রয়েছেন আফগানিস্তানে তালিবান সরকারের বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজি। তাঁর সফরের পরই বিকল্প বাণিজ্যপথ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এগিয়েছে বলে জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নয়াদিল্লি ও অমৃতসর থেকে কাবুলের উদ্দেশ্যে পণ্যবাহী বিমান চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে সম্মতি জানিয়েছেন বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব আনন্দ প্রকাশ।