আমুদরিয়া নিউজ: এসআইআর- এর কারণে আবারো মৃত্যু হলো এক বিএলও’র। এবার নদিয়ার কৃষ্ণনগরে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন বিএলও রিঙ্কু তরফদার (৫১)। কাজের চাপের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। তাঁর দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট-ও উদ্ধার হয়েছে যাতে তিনি লিখেছেন “অফলাইনের ৯৫ শতাংশ কাজ সেরে ফেলেছি, কিন্তু অনলাইনের কাজ আমি কিছুই জানি না। সুপারভাইজ়রকে জানিয়েও কোনও লাভ হয়নি।” সেখানে নিজের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন তিনি। এই ঘটনায় শোকপ্রকাশ করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, এসআইআর-এর জন্য কত প্রাণ যাবে?