আমুদরিয়া নিউজ : সম্প্রতি কেরল, উত্তরপ্রদেশ-সহ অন্যান্য রাজ্যের আবেদনে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে। মামলাকারিদের দাবি, রাজ্যে স্থানীয় পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। ঠিক সেই সময়ই বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়া চালালে প্রশাসনের ওপর অতিরিক্ত চাপ পড়বে। একই সঙ্গে দুই বড় কাজ সামলানো কঠিন বলে রাজ্যের যুক্তি। নির্বাচন কমিশন অবশ্য বলেছে, SIR একটি নির্ধারিত প্রক্রিয়া এবং সময়মতো শেষ করা জরুরি। এতে কোনো দেরি হলে ভবিষ্যতের ভোটার তালিকা তৈরিতে সমস্যা তৈরি হতে পারে। সুপ্রিম কোর্ট জানিয়েছেন, বিষয়টি গুরুত্বপূর্ণ এবং দুই পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ২৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে নির্বাচন কমিশনকে লিখিতভাবে মতামত জানাতে বলা হয়েছে। এই রায় রাজ্যের প্রশাসনিক প্রস্তুতি এবং দেশের নির্বাচন প্রক্রিয়া—দুটির ওপরই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।