আমুদরিয়া নিউজ : মিস ইউনিভার্স ২০২৫-এর মঞ্চে সবার নজর কাড়লেন মেক্সিকোর ফাতিমা বস্চ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগীর মধ্যে সেরা হয়ে তিনি মুকুট জিতেছেন। আত্মবিশ্বাসী উপস্থাপনা, সৌন্দর্য ও বুদ্ধিমত্তার সমন্বয়ে বিচারকদের মন জিতে নেন ফাতিমা। শীর্ষ ১২ জনের তালিকায় মেক্সিকোর পাশাপাশি ছিলেন চিলি, কোলম্বিয়া, কিউবা, গুয়াডেলূপ, ভেনেজুয়েলা, চীন, থাইল্যান্ড, ফিলিপাইন্স, মাল্টা এবং কোট দি’ভোয়ারের প্রতিযোগীরা। শেষ পর্যায়ে তীব্র প্রতিযোগিতার মধ্যেও ফাতিমা নিজেকে আলাদা করে তুলে ধরতে সক্ষম হন।
জয়ের পর ফাতিমা বলেন, নিজের প্রতি বিশ্বাসই তাঁর সবচেয়ে বড় শক্তি। যত বাধাই আসুক, স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে হয়—এই বার্তাই দিতে চান তিনি। তাঁর এই সাফল্য মেক্সিকোসহ বিশ্বজুড়ে ভক্তদের আনন্দিত করেছে।
Leave a Comment