আমুদরিয়া নিউজ : দিল্লির ভয়াবহ বিস্ফোরণে ১৩ জনের মৃত্যুর পর সারা দেশে রেল নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রেক্ষিতে কলকাতা মেট্রো আরও কড়া নজরদারি ব্যবস্থা শুরু করেছে। স্টেশনগুলোতে বসানো হচ্ছে অত্যাধুনিক এআই-সক্ষম সিসি ক্যামেরা, যা সন্দেহজনক চলাফেরা, অনুপ্রবেশ, ঘোরাঘুরি, যানবাহনের নড়াচড়া, এমনকি ক্যামেরা টেম্পারিং—সবই শনাক্ত করতে পারবে। রঙ ও পোশাকের কম্বিনেশন শনাক্ত করার ক্ষমতাও থাকবে এই ব্যবস্থায়। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, অর্ডার দেওয়া হয়েছে এবং শীঘ্রই পর্যায়ক্রমে কাজ শুরু হবে।