আমুদরিয়া নিউজ: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করছে। সেই কারণেই আসছে শনিবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ পন্থ। সূত্রের খবর, ওই বৈঠকে মূলত ভোটের পরিকাঠামো, ইভিএম তৈরি ও পরীক্ষা, প্রযুক্তিগত সাহায্য, লজিস্টিক ব্যবস্থা এবং নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভোটের আগে ইভিএম পরীক্ষা, সংরক্ষণ, পরিবহণ, নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা—সব দিকই খতিয়ে দেখবেন মুখ্যসচিব।