আমুদরিয়া নিউজ : এসআইআর চলাকালীন কয়েকজন বিএলও-র মৃত্যু হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া বন্ধ করার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনারকে একটি চিঠি লিখে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স-এ মমতার পাঠানো চিঠির ছবি পোস্ট করে লিখেছেন, “এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে আপত্তি জানিয়ে সেটি বন্ধ করার দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের ব্যর্থ মুখ্যমন্ত্রী।” এর পাশাপাশি তুলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি।