আমুদরিয়া নিউজ: রাজ্যে এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে। গত কয়েক সপ্তাহে একাধিক মৃত্যুর কারণ হিসেবে এস আই আর কে দায়ী করা হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, এসআইআর–কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে অকারণ ভয় ছড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, এসআইআর–এর ভুল ব্যাখ্যা ছড়িয়ে মানুষের মনে আতঙ্ক বাড়ানো হচ্ছে। যা প্রশাসনের পক্ষে উদ্বেগজনক। দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে বলে অনুরোধও জানিয়েছেন তিনি।