আমুদরিয়া নিউজ: বিহারের দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে রেকর্ড গড়লেন জেডিইউ নেতা নীতীশ কুমার। তাঁর নতুন মন্ত্রিসভার অন্যতম চমক ‘সোনার মেয়ে’ জামুইয়ের নবনির্বাচিত বিধায়ক ও কমনওয়েলথ স্বর্ণজয়ী শ্যুটার শ্রেয়সী সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এনডিএ মন্ত্রিসভায় আরও মহিলাকে জায়গা দেওয়ার লক্ষ্যেই শ্রেয়সীর অন্তর্ভুক্তি।
১৯৯০ সালে লালু প্রসাদ যাদব প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হন। গান্ধী ময়দানের সেই সভায় তাঁর পিছনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন নীতীশ কুমার। তখন দু’জনের সম্পর্ক খুব ভালো ছিল। কিন্তু ১৯৯২ নাগাদ সম্পর্ক আরও খারাপ হয়। দু’জনের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়। দিল্লির বিহার ভবনে একদিন বড় রকমের তর্কের পর নীতীশ লালুকে চিঠি লিখে জানান— তিনি আর একসঙ্গে কাজ করতে পারবেন না। তবে আজকের দিনটা নীতীশ কুমারের। বিজেপি সংখ্যাগরিষ্ঠ হলেও মুখ্যমন্ত্রী হয়েছেন তিনিই। আর লালুর সেই পুরনো চ্যালেঞ্জের জায়গা থেকেই বিহারের আগামী পাঁচ বছরের পথচলা আবার শুরু হলো।