আমুদরিয়া নিউজ : আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাওয়াদ আহমেদ সিদ্দিকিকে ইডি গ্রেফতার করেছে। মঙ্গলবার গ্রেফতারের পর থেকে টানা জেরা চলছে। সংস্থার এবং তাদের সহযোগী কোম্পানিগুলির সাথে সম্পর্কিত ২৫টি জায়গায় ব্যাপক তল্লাশি চালিয়েছে। দিল্লির লালকেল্লার কাছে এক বিস্ফোরণের পরে বৃহত্তর তদন্তের অংশ হল এই তল্লাশি।
কারণ, সন্দেহভাজন আত্মঘাতী জঙ্গি ও ধৃতরা ওই বিশ্ববিদ্যালয়ের অধীন মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত ছিলেন ও আছেন। ওই বিশ্ববিদ্যালয় ন্যাকের স্বীকৃতি পেয়েছে বলে দাবি করলেও তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারীরা।
জাওয়াদ সিদ্দিকি মধ্যপ্রদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন। তার পরে দিল্লিতে চাকরি নিয়ে বসবাস শুরু করেন। পরে অর্থলগ্নি সংস্থা খুলে বসেন। সেখানে প্রতারণার অভিযোগে মামলার মুখে পড়েন। তার পরে ধরাও পড়েন। শেষ পর্যন্ত টাকা ফেরৎ দেবেন এই শর্তে ছাড়া পান। এর পরে শিক্ষা ব্যবসা শুরু করেন তিনি। তার সংস্থার মাধ্যমে লেনদেনের সুবাদেই জঙ্গিদের হাতে টাকা পৌঁছেছে বলে সন্দেহ উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তাই জাওয়াদকে জেরা চলছে।
Leave a Comment