আমুদরিয়া নিউজ : ২৬ শে নভেম্বর থেকে শুরু হবে এসএসসির ইন্টারভিউ, ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশনর। ইন্টারভিউয়ের তালিকায় ‘দাগি’ প্রার্থীদের নাম থাকা নিয়ে সিদ্ধান্ত নিতে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। তিনি বলেন, ‘দাগি’ তালিকায় নাম থাকলে কোনও প্রার্থী নিয়োগে অংশ নিতে পারেন না। যদি কেউ অংশ নিয়েও থাকেন, তাহলে তাঁর নাম বাদ দিতে হবে—এটাই সুপ্রিমকোর্টের নির্দেশ। বিচারপতি আরও বলেন, ‘দাগি’দের তালিকা আরও বিস্তারিত ভাবে প্রকাশ করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ৩ ডিসেম্বর। এখন যে ‘দাগি’ তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে শুধু নাম ও রোল নম্বর আছে। কিন্তু বাবার নাম, ঠিকানা ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য নেই। সুপ্রিমকোর্ট তালিকা প্রকাশ করতে বলেছিল যাতে কোনও ‘চিহ্নিত অযোগ্য’ প্রার্থী নতুন নিয়োগ প্রক্রিয়ায় ঢুকতে না পারে।