আমুদরিয়া নিউজ : হাওড়ার শিবপুরে একটি অভিজাত আবাসনে গুলিবর্ষণের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই আবাসনের একটি ফ্ল্যাটে স্বামী-স্ত্রীর ঝগড়ার সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। গুলি গিয়ে লাগে ২৯ বছর বয়সী পুনম যাদবের মাথায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামী গোপাল যাদবকে আটক করেছে। তাঁকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। কীভাবে ফ্ল্যাটের ভিতরে আগ্নেয়াস্ত্র এল এবং আদৌ তা লাইসেন্সযুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আবাসনে আরও ব্যক্তিদের থাকার কারণে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের বক্তব্য, এত নিরাপদ আবাসনে এই ধরনের ঘটনা অবিশ্বাস্য। পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে।