আমুদরিয়া নিউজ : মঙ্গলবার সন্ধ্যার পর থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষজন এক্স অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারার সমস্যায় পড়ছেন । প্রভাব পড়েছে ভারতেও। ডাউনডিটেক্টর বলছে, এক্স অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না বলে মঙ্গলবার বিকেল পর্যন্ত ১১,৫০০ রিপোর্ট জমা পড়েছে। ক্লাউডফ্লেয়ার নামে ওয়েব পরিকাঠামো সংস্থার সার্ভারে বিভ্রাটের কারণে খোলা যাচ্ছে না বহু ওয়েবসাইট । এর কারণেই এক্সের সমস্যা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। ক্লাউডফেয়ার সংস্থা জানিয়েছে, তারা এই বিভ্রাটের বিষয়টি খতিয়ে দেখছে।