আমুদরিয়া নিউজ : বিহার ভোটে শূন্য পেয়ে যা যা বললেন প্রশান্ত কিশোর
১) এই ব্যর্থতার দায় আমারই।
২) ভোটারদের বোঝাতে পারিনি কেন নতুন রাজনীতি, নতুন দল দরকার।
৩) নিজের ব্যর্থতার জন্য প্রায়শ্চিত্ত করবেন। তাই আগামী ২০ নভেম্বর মহাত্মা গান্ধীর জন্মস্থান ভিটিহারওয়া আশ্রমে মৌনব্রত পালন করবেন। উপোস করে থাকবেন সেদিন।
৪) জেডিইউ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে বলেছে। যদি ১.৫ কোটি মহিলাকে ২ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়িত করে তা হলে রাজনীতি ছেড়ে দেব।
৫) এখন থেকে মানুষের কাছে গিয়ে আরও দ্বিগুণ পরিশ্রম করব।