আমুদরিয়া নিউজ : দিল্লি লালকেল্লা বিস্ফোরণ মামলার তদন্তে নতুন করে সামনে এসেছে অভিযুক্ত ড. উমর উন নবির একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যায়, উমর আত্মঘাতী হামলাকে ‘শহীদ অভিযান’ বলে ব্যাখ্যা করছেন এবং এটিকে ন্যায়সঙ্গত কাজ হিসেবে তুলে ধরছেন। ভিডিওতে তিনি শান্তভাবে বলছেন, আত্মঘাতী হামলাকে অনেকেই ভুল বোঝেন, আসলে এটি তাঁর মতে ধর্মীয় দায়িত্ব পালন করার একটি উপায়। এই বক্তব্যে তদন্তকারীরা বিস্মিত। তাদের ধারণা, এই ভিডিও উমরের মানসিকতা ও তার র্যাবডিকাল ভাবনার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে।
এদিকে তদন্তে আরও জানা গেছে, বিস্ফোরণের আগের দিন উমর একটি মসজিদে গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে তার গতিবিধি ধরা পড়েছে। নিরাপত্তা সংস্থাগুলির মতে, এই ভিডিও ও অন্যান্য তথ্য মিলিয়ে বিস্ফোরণের পরিকল্পনা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। পুরো ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা দফতর এখন কড়া নজরদারি চালাচ্ছে।