আমুদরিয়া নিউজ : ইউক্রেনকে ১০০টি রাফায়েল এফ-৪ যুদ্ধবিমান দেবে ফ্রান্স। সেই সঙ্গে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা করে দেবে। সংবাদ সংস্থা জানিয়েছে, রাশিয়ার আক্রমণ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে ইউক্রেনের সঙ্গে ফ্রান্সের একটি বড় চুক্তি সম্পাদিত হয়েছে। সেই চুক্তির অধীনে ১০০টি রাফায়েল এফ-৪ যুদ্ধবিমান এবং উন্নত বিমান প্রতিরক্ষাব্যবস্থা পাবে ইউক্রেন। এটি ১০ বছরের চুক্তি। তাতে এই সময়ের মধ্যে ইউক্রেন যুদ্ধ বিমান, অত্যাধুনিক ফরাসি রাডার, একাধিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নানা উন্নত অস্ত্রও পাবে। রাশিয়া সাম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে ভারী হামলা চালাতে শুরু করে।