আমুদরিয়া নিউজ: মালদার রতুয়া হাসপাতাল মোড় এলাকায় ভুটভুটির ধাক্কায় স্কুটি উলটে পড়েছিলেন আমিনা বেগম (২৫)। সে সময় একটি ট্রাক্টর তাকে পিষে দেয়। মালদহের পুখুরিয়া থানার পীরগঞ্জ অঞ্চলের সাতমারা গ্রামে তার বাড়ি। বাবার বাড়ি চাঁচল থানার কাশিমপুর বাবুপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, সোমবার সকাল ৬টা নাগাদ তিনি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্কুটি নিয়ে বের হন। স্কুটি চালিয়ে রতুয়া হয়ে যাচ্ছিলেন। কিন্তু তার যাওয়া হলো না। রতুয়া হাসপাতাল মোড়ে পেছন থেকে একটি ভুটভুটি ধাক্কা মারে। সেই ধাক্কায় তিনি স্কুটি নিয়ে পড়ে যান। আর ঠিক তখনই বাহাড়াল থেকে রতুয়াগামী এক ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃ*ত্যু* হয়। খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ট্রাক্টরটি আটক করে। তবে ট্রাক্টরের চালক পলাতক। ভুটভুটি সহ চালকও পলাতক বলে জানা গেছে।