আমুদরিয়া নিউজ : ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে প্রায় এক মাস হল। এখনও গাজার সুড়ঙ্গগুলোয় আটকে আছেন হামাসের সশস্ত্র বাহিনীর লোকজন।কিন্তু, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য ইঙ্গিত দিয়েছেন, হামাসের যাঁরা সুড়ঙ্গে আটকে তাঁদের অস্ত্র সমর্পণ করে ধরা দিতে হবে। কিন্তু, হামাস জানিয়েছে, এটা চুক্তিভঙ্গের সামিল। শেষ পর্যন্ত হামাসের লোকেরা কতদিন সুড়ঙ্গে আটকে থাকেন সেটাই দেখার বিষয়।