আমুদরিয়া নিউজ : শনিবার পুরুলিয়ার ধানাড়া এলাকায় বাইকের সঙ্গে ট্রেলারের ধাক্কায় ৩ যুবকের মৃত্যু হয়েছে। পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের ঘটনা। পুলিশ জানায়, মৃতদের নাম শেখ রমজান, শেখ বিলাল ও অপসারা আনসারি। বাড়ি পুরুলিয়ার বরাবাজারের বেলডি গ্রামে। সে দিন বিকেলে বাইকে তিনজন বাড়ি ফিরছিলেন।