আমুদরিয়া নিউজ : বিহার বিধানসভা ঊোটে বড় মাপের হারের পরে রাষ্ট্রীয় জনতা দলের প্রধান তেজস্বী যাদব জানিয়ে দিয়েছেন, তাঁরা হারে হতাশ হননি। এই বিষয়টিকে লম্বা রাজনৈতিক লড়াইয়ের অংশ হিসেবে দেখছেন তাঁরা। আরজেডি জানিয়েছে, তারা গরিবের দল, গরিবদের জন্য সরব থাকবেন। ২০২০ সালে আরজেডি ৭৫টি আসন পেয়েছিল। এবার ২৫টি। আরজেডির জোটসঙ্গী কংগ্রেসও ৬১টি আসনে লড়ে জিতেছে মাত্র ৬টি।