আমুদরিয়া নিউজ : শিলিগুড়ির সেলেসিয়ান কলেজে শনিবার, ১৫ নভেম্বর শুরু হয়েছে রোজগার মেলা ২.০। দার্জিলিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তরবঙ্গে এই চাকরি মেলা হয়। সেখানে ভিড় উপচে পড়ে। দেশের নানা প্রান্তের ৬০টিরও বেশি সংস্থা সেখানে ছিল। আইটি, ফাইন্যান্স, হসপিটালিটি, ব্যাংকিং, ইন্স্যুরেন্স থেকে শুরু করে রিটেল, হেলথকেয়ার ও নার্সিং সহ নানা ক্ষেত্রে শূন্যপদ পূরণের মেলা। উদ্যোক্তাদের দাবি, মেলায় মোট ১০,০০০-এরও বেশি চাকরির সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী রোজগার মেলা প্রকল্পের অংশ হিসেবে শিলিগুড়িতে কর্মসূচির আয়োজন করেন রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ছিলেন বিজেপি রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায় এবং মাটিগাড়া–নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। আগামীকাল শেষ দিনে থাকারা কথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসের।