আমুদরিয়া নিউজ : বিরসা মুন্ডার জন্মদিন পালনের অনুষ্ঠান করছিল বিজেপি। হচ্ছিল পথসভা। কিন্তু, পুলিশকে ব্যবহার করে বিজেপির পথসভা বানচাল করার জন্য মঞ্চ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। মালদার হবিবপুরের পাকুয়াহাট এলাকার ঘটনা।
এদিন বিজেপির পক্ষ থেকে বিরসা মুন্ডার জন্ম দিবস উপলক্ষে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়।প্রথমে দলীয় কার্যালয় থেকে পাকুয়াহাট ডাকবাংলো মোড় পর্যন্ত মিছিল হয়। বিরসা মুন্ডার মূর্তিতে মালা দেওয়ার পরে পথ সভার আয়োজন করে বিজেপি। সেই মঞ্চ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল পুলিশকে ব্যবহার করে বিজেপি যাতে পথসভা না করতে পারে সেইজন্য মঞ্চ ঢেকে দিয়েছে বলে অভিযোগ। বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু বলেন, তৃণমূল বিরসা মুণ্ডার জন্মদিন পালনে বাধা দিতে পুলিশকে ব্যবহার করেছে। তৃণমূলের দাবি বিজেপির পথসভা নিয়ে তাদের কোন সমস্যা নেই। এই বিষয়ে তারা কিছু জানেন না।
বিরসা মুণ্ডার জন্মদিনে বিজেপির পথসভা ভন্ডুলের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Leave a Comment