আমুদরিয়া নিউজ : ইথিওপিয়া মারবুর্গ ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সে দেশের দক্ষিণে মোট ৯ জন রোগীর দেহে ওই ভাইরাস মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডব্লিউএইচওর ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম গেব্রেসাস অবশ্য জানান, ইথিওপিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থার দ্রুত পদক্ষেপ করে রোগ নিয়ন্ত্রণে আনছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনেকে মনে করেন, যে এটি ইবোলার চেয়েও বেশি গুরুতর। মারবুর্গ একটি ‘দুর্লভ কিন্তু মারাত্মক’ হেমোরেজিক জ্বর। এটি অনেক সময় প্রাণঘাতী হয়। ভাইরাসটি মিশরের ফলখেকো বাদুড় থেকে ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। একজন আক্রান্ত ব্যক্তির শরীরের তরল বা সেই তরলে দূষিত বস্তু, যেমন জামাকাপড় বা বিছানার চাদর ছুঁলেও রোগ ছড়াতে পারে।
রোগের উপসর্গের মধ্যে জ্বর, চামড়ায় র্যাশ এবং তীব্র রক্তক্ষরণ দেখা যায়। সিডিসি জানায় যে মারবুর্গের কোনো নির্দিষ্ট ওষুধ বা টিকা নেই। চিকিৎসা সীমিত। সহায়তামূলক পরিচর্যা, বিশ্রাম এবং শরীরে জল ধরে রাখার ওপর নির্ভর করে।
Leave a Comment