আমুদরিয়া নিউজ : যাত্রী সেজে মাদক খাইয়ে শিলিগুড়ির এক চিকিৎসকের সব জিনিসপত্র লুঠ করেছিল এক ব্যক্তি। গত সেপ্টেম্বর মাসের ঘটনা। তিনি কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি যাচ্ছিলেন। সেই ঘটনায় তিনি রেল পুলিশকে সব জানান। পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরা সব নানা সূত্র ধরে অসম থেকে মফিজুদ্দিন নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে।