আমুদরিয়া নিউজ : ঈদগাহর পাশে নিকাশিনালার শিলান্যাস হল। বহুদিন ধরেই ঈদ ও কুরবানির নামাজ পড়তে গিয়ে সমস্যায় ভুগছিলেন গ্রামবাসীরা। জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের উদ্যোগে চাঁচল ১ নম্বর ব্লকের অলিহোন্ডা গ্রাম পঞ্চায়েতের শিহিপুর গ্রামে ঈদগাহর পাশে নিকাশিনালার কাজের শিলান্যাস হয়। প্রায় ১৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে নিকাশিনালা তৈরির জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি অশোক,সহকারী সভাপতি জাকির হোসেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহীন আক্তার প্রমুখ।